আ হ জুবেদঃ কুয়েত প্রবাসী জনপ্রিয় তবলাবাদক চাঁদ চৌধুরী আর নেই, চাঁদ চৌধুরীর অকাল মৃত্যুতে কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
বেশ কিছুদিন ধরে কমিউনিটির কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছিলনা চাঁদ চৌধুরীকে, অর্থাৎ অনেকটা নিখোঁজই ছিলেন জনপ্রিয় এই তবলাবাদক।
অবশেষে দূতাবাস সূত্রে জানা গেছে,গত রোববার স্থানীয় আল-আদান হাসপাতাল থেকে মরদেহ শনাক্ত করার খবরটি।
জনপ্রিয় কুয়েত প্রবাসী স্বনামধন্য তবলাবাদক চাঁদ চৌধুরীর খোঁজ হাসপাতালের মর্গে পাওয়ার পর কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এই খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না।
এদিকে চাঁদ চৌধুরীর অকাল মৃত্যুতে কুয়েতের বাংলাদেশী সংগীত অঙ্গন শোকে মুহ্যমান অন্যদিকে সংগীত জগতের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আশরাফুল আলম প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকে বিহ্বল।
আশরাফুল আলম স্মৃতিচারণ করেন তার প্রিয় সঙ্গীত প্রিয় মানুষটিকে এবং জানান কীভাবে চাঁদ চৌধুরীর মৃত্যুবরণ করেছেন।