নিজস্ব প্রতিবেদক : জাগপা গ্রীস শাখার উদ্দোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ০৪ ঘটিকায় গ্রীসের রাজধানী এতেন্সে উমানীয়া বাংঙ্গালী গলী মক্কা রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্টিত হয়।
জাগপা গ্রীস শাখার উপদেষ্টা মোঃ আকুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, যুব জাগপা কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, মোঃ শানুর মিয়া মোঃ জাহির উদ্দিন,মোঃ রাজন তালুকদার মোঃ মোরছালিন মোঃ সুমন মিয়া, মোঃ কাওছার আহমেদ, মোঃ বিলাল আহমেদ, মোঃ মিলন সিকদার, মোঃ শামিম আহমেদ।
প্রধান অতিথি বক্তবে শেখ গোলাপ মিয়া বলেন, ২০১৪ সালে ৫ই জানুয়ারি শেখ হাসিনা অবৈধ নির্বাচন দিয়ে আমার দেশের গনতন্ত্রকে কেড়ে নিয়েছে। এএকনায়কতন্ত্র কায়েম করতে চায়।
২০১৮ সালের মধ্যে ক্ষমতা লোভী শেখ হাসিনা পতন হবে ইনশাআল্লাহ্।
শেখ গোলাপ মিয়া জাগপা ছাএলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিভন্দন জানিয়ে বলে, ১৯৫২-১৯৬৯-১৯৯০ সালে জাগপা ছাএলীগের অনেক অবধান রয়েছে। তিনি বলেন, আমার দীর্ঘ বিশ্বাস জাগপা ছাএলীগ ও যুব জাগপা রাজপথে শেখ হাসিনা কে পতন করবেই।