অগ্রদৃষ্টি-ঢাকাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শিশু হত্যা ও নারী নির্যাতনের ঘটনা অহরহ হচ্ছে। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে ও বাহিরে কোনো জায়গাতেই মানুষের নিরাপত্তা নেই। দুই দলের চাপে গণতন্ত্র অকার্যকর ও অর্থহীন হয়ে পড়েছে। এই অবস্থায় দেশ চলতে পারে না। তাই দেশের মানুষ হত্যা, নির্যাতন ও সন্ত্রাসের হাত থেকে মুক্তি চায়।
এইচ এম এরশাদ বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশে সুশাসন ছিলো এবং মানুষ শান্তিতে বসবাস করতো। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেনি। তাই মানুষ জাতীয় পার্টির কথা স্মরণ রেখেছে।
আজ সকাল ১১টায় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মেহেরপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, নুরুল ইসলাম নুরু, প্রমুখ নৃত্ববৃন্দ।
সভায় মেহেরপুর জেলার জাতীয় পর্টির একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। জনাব আমিরুল ইসলাম পালুকে আহ্বায়ক এবং জনাব আব্দুল হামিদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি বলেন- পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় পাটিকে আরো সুসংগঠিত করতে হবে। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীকে আরো শক্তিশালী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।