ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে নিয়ে আসা স্বর্ণালঙ্কার, ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল সেট ও সিগারেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে আগত যাত্রী মো. চান মিয়ার কাছ থেকে এ সব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান অগ্রদৃষ্টি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যাত্রী চান মিয়া রাত ১২টায় এয়ার এশিয়া এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় জিজ্ঞাসাবাদ ও ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের চেইন ও তিনটি আংটি জব্দ করা হয়।
এছাড়া ব্যাগ তল্লাশি করে ঘোষণা ছাড়া নিয়ে আসা তিনটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা, ৯টি স্মার্ট মোবাইল ফোন ও আট কার্টন সিগারেট (১ হাজার ৬শ’ শলাকা) জব্দ করা হয়।
চান মিয়ার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ড. মইনুল খান।