লুঙ্গি পড়ে বিদেশের রাস্তায় চলাফেরা করতে গিয়ে অনেক বাঙালি অপদস্থ, লজ্জিত ও অপমানিত হয়েছেন।
এবিষয়ে একটি ঘটনা খুবই সংক্ষেপে আলোকপাত করা যেতে পারে।
মধ্যপ্রাচ্যের এক দেশে একজন বাঙালি লুঙ্গি পড়ে বাইরে হাটাহাটি করছিলেন, আকস্মিক পিছন থেকে আসা এক স্থানীয় নাগরিক যুবক ওই বাঙালির লুঙ্গির নিচের অংশে টান মেরে রীতিমতো উলঙ্গ করে দেয়।
ভালো একটি স্থানে যাওয়ার ক্ষেত্রে আমরা নিজেকে নানান ভাবে সাজগোজে মানানসই করে তুলি। আর শশুর বাড়ি যাওয়ার ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখেনা যে, সর্বোত্তম পোশাক পরিধানে আমরা বেশ সাচ্ছ্যন্দ বোধ করি।
তবে মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমিনের পবিত্র ঘর মসজিদে আসলে পোশাক পরিধানে কিছু সংখ্যক বাঙালির ”লুঙ্গি পড়া” এসব গরিবি চিত্র দেখতে হবে কেন?
লুঙ্গি বাঙালির অত্যন্ত ভালো লাগার একটি ঐতিহ্যবাহী পোশাক। এটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। তবে এই আরামদায়ক পোশাকের সীমাবদ্ধতা ঘর পর্যন্তই মানানসই।
?️আ হ জুবেদ