সৈয়দ ছাদেক আহমদ বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের সংগীতের উজ্জল নক্ষত্ররা এই বৃটেনে আলো চড়াতে আসছেন আগামী ২৬ শে আগষ্ট সন্ধা ৬ ঘটিকার সময় বার্মিংহামের স্বনামধন্য বার্কলে কার্ড এরিনাতে। ইউকেতে প্রথম বারের মত লার্ক ইভেন্টস আয়োজন করতে যাচ্ছে বৃহত্তম ইনডোর বাংলা কনসার্ট ‘বাংলাবিটস প্রমোশোনাল কনসার্ট“। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরুস্কার প্রাপ্ত বাংলাদেশী সংগীত শিল্পীরা উপস্থিত থাকবেন।প্রথমবারের মত এই ধরনের কনসার্ট অনুষ্টিত হতে যাচ্ছে ৮ হাজার দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন বার্মিংহামের বার্কলে কার্ড এরিনাতে। শিল্পীদের মধ্যে আছেন: বাংলাদেশ থেকে ফেরদৌস ওয়াহিদ,হাবিব ওয়াহিদ,নান্সী,হৃদয় খাঁন ও লিজা আরোও আছেন বৃটেনে বাঙ্গালী নতুন প্রজন্মের উদিয়মান সংগীত শিল্পী মোমজি স্ট্রেইনজার,কায়া,সিরিন,জুনেইদ মিয়া ও সাফুল খাঁন। পুরো অনুষ্টানটির সঞ্চালনায় থাকবেন বিবিসি এসিআন নেটওয়ার্ক এর জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলী ও মোমজি স্ট্রেইনজার। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে এনটিভি ইউরোপ ও বি ফোর ইউ মিউজিক ইউকে। প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন লার্ক ইভেন্টেস এর ম্যানিজিং ডাইরেক্টার ফরিদ মিয়া,ডাইরেক্টর আশার মিয়া,ডাইরেক্টর মিজান হক,হেড অফ অপারেশন আমির আহমদ তাজ, হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন সৈয়দ ছাদেক আহমদ হেড অফ সেলস তোফায়েল আহমদ,শাহিন মিয়া,মইন আহমদ,এনটিভির সিইও সাবরিনা হোসেইন। আমাদের সবার আশা বাংলাদেশের বাহিরে থেকেও দর্শকরা বাংলাদেশের সমৃধ্যশালী সংগীত প্রতিভার স্বাদ গ্রহন করবেন।তাই আমরা আপনাদের আমন্ত্রন জানাচ্ছি আসুন এবং উপভোগ করুন অত্যন্ত জাকজমকপুর্ন এই সংগীত সন্ধাকে। অনলাইনে টিকেট কিনতে লগ অন করুন িি.িঃরপশবঃভধপঃড়ৎু.পড়স অথবা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আমাদের টিকেট এজেন্টদের মাধ্যমেও আপনারা টিকেট কিনতে পারবেন। আশা রাখি বৃটেনের নতুন প্রজন্মের তরুনদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে আরোও এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দ ছাদেক আহমদ
হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন
লার্ক ইভেন্টস