ডেস্ক নিউজ: রুপগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ছিনতাইকারী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে রুপগঞ্জের ৩০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকাল সোয়া নয়টার দিকে র্যাব সদর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বুধবার ভোরে র্যাব ১ এর টহলদলের সঙ্গে ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় একজন নিহত হয়। নিহত ব্যক্তি ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি করেছে র্যাব।
র্যাব আরো জানায়, এ সময় একটি বিদেশী অস্ত্রও উদ্ধার করা হয়েছে।