আন্তর্জাতিক ডেস্ক : সোলাপুর-বারশি রোড ধরে বাসায় ফিরছিলেন ভারতের পানিসম্পদ মন্ত্রী রাম শিন্দে। এসময় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাকে মূত্রত্যাগ করতে দেখা যায়। মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। (সময়নিউজ.টিভি)
মোদি সরকার যখন ভারতজুড়ে স্বচ্ছতা অভিযানের কথা ফলাও করে প্রচার করছে, তখন সেই বিজেপি সরকারেরই এক মন্ত্রী রাস্তার পাশে খোলা জায়গায় মূত্রত্যাগ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠতে শুরু করে সরকার যখন দেশবাসীকে স্বচ্ছতা নিয়ে সচেতন করছেন, এক জন জনপ্রতিনিধি হয়ে তিনি এ কাজটা করলেন কীভাবে?
সংবাদ সংস্থা পিটিআইকে শিন্দে জানান, পানিযুক্ত শিভার প্রকল্পের জন্য গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে তাকে। দীর্ঘ সফর, উচ্চ তাপমাত্রা এবং রাস্তার ধুলোর কারণে তিনি অসুস্থবোধ করছিলেন। রবিবারও সফরে বেরিয়েছিলেন। সফরের সময় রাস্তায় কোনও শৌচালয় খুঁজে পাননি, তাই এক প্রকার বাধ্য হয়েই খোলা জায়গায় মূত্রত্যাগ করতে হয়েছে তাকে।
শিন্দে এই কর্মকাণ্ডকে হাতিয়ার করে ময়দানে মেনে পড়েছে বিরোধী দলগুলো। এনসিপি কটাক্ষ করে বলেছে, রাস্তায় একটা শৌচালয় খুঁজে পাননি মন্ত্রী! এর থেকে বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান ব্যর্থ হয়েছে।
এনসিপির মুখপাত্র নবাব মালিক বলেন, এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে, স্বচ্ছতা অভিযানের নামে দেশবাসীকে ঠকাচ্ছে সরকার। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, যার নিজের ঘরেই এতগুলো উচ্ছৃঙ্খল মানুষ, তিনি দেশবাসীর কাছ থেকে শৃঙ্খলা আশা করেন কীভাবে?
এর আগে কৃষিমন্ত্রী রাধা মোহন সিং গাড়ি থামিয়ে রাস্তার পাশের এক বিল্ডিঙের দেয়ালে মূত্রত্যাগ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।