রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীসহ তিন পাসপোর্ট দালালকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
ওসি হুমায়ুন কবির জানান, বোরকা পরা ওই তরুণী যে ভাষায় কথা বলছিলেন, তা তারা বুঝতে পারছিলেন না। নাম জানতে চাইলে তিনি কী বলছেন, তা বোঝা যাচ্ছে না। পরে বুঝতে পারেন তিনি আরাকান ভাষায় কথা বলছেন। তরুণীর সঙ্গে গ্রেফতার করা হয় পাসপোর্ট অফিসের দালাল শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগমকে (২৫)। তাদের বাড়ি নগরীর সপুরা এলাকায়।
তিনি বলেন, তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।