আ,হ জুবেদ,সম্পাদক অগ্রদৃষ্টিঃ ছবি বা ইমেজ অনেক সময় প্রচুর অর্থ বহন করে,এরকমই কিছু ছবি নিয়ে ধারাবাহিক ছবি পোষ্ট। ছবি দেখে কে কি বুঝলেন তা মন্তব্যে সংক্ষেপে লিখলে সত্যি আমরা খুশি হবো, এতে আর যাই হোক আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটবে একথা নিঃসংকোচে বলা যায়।
পুলিশ প্রশাসন অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় ব্যবস্থা। সাধারণ প্রশাসনের সঙ্গে সমান্তরালে চলে এ প্রশাসন। পুলিশী ব্যবস্থার অস্তিত্ব যে প্রাচীনকালেও ছিল, তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় অগ্রদৃষ্টির সংগৃহীত কিছু তথ্য চিত্র থেকে।
যেখানে পুলিশ সাধারণ মানুষকে নানান নিয়মকানুন শেখাবে,বুঝাবে এবং সব ধরনের সহযোগিতা করে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে তৈরী করে তুলবে; সেখানে পুলিশ’ই যদি অনিয়মতান্ত্রিক কর্মে লিপ্ত থাকে, তাহলে বাংলাদেশী জাতি যে’ কতটা অসহায় সেটি সহজেই অনুমেয়।