অগ্রদৃষ্টি ডেস্ক:: হাইভোল্টেজ ম্যাচ এতটা ম্যাড়ম্যাড়ে হবে কে ভেবেছিল! বৃষ্টির কারণে ২ ওভার করে কেটে নেয়া হয়েছে। ম্যাচ হচ্ছে ১৮ ওভারের। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সামনে মাত্র ১১৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে পাকিস্তান। জিততে হলে ভারতকে করতে হবে ১১৯ রান।
বৃষ্টির কারণে উইকেট অনেকটাই আর্দ্র। এমন আর্দ্র উইকেটে পাকিস্তানও বেশ সতর্কতার সঙ্গে ব্যাটিং শুরু করে। কিন্তু এতটাই সতর্কতা যে, রানই স্কোরবোর্ডে যোগ করতে পারেনি তারা। শেষ দিকে উমর আকমল আর শোয়েব মালিক একটু ঝড় তোলার চেষ্টা না করলে তো রান ১০০-ও পার হয় না।
দুই ওপেনার শারজিল খান আর আহমেদ শেহজাদ ৭.৪ ওভার খেলে সংগ্রহ করে ৩৮ রান। ২৪ বলে ১৭ রান করেন শারজিল খান। ২৮ বলে ২৫ রান করেন শেহজাদ। দ্রুত রান তোলার জন্য ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন আফ্রিদি। কিন্তু ১৪ বল খেলে মাত্র ৮ রান করে আউট হন তিনি। অথচ এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে ১৯ বলে তিনি করেছিলেন ৪৯ রান।
উমর আকমল ১৬ বলে ২২ এবং শোয়েব মালিক ১৬ বলে করেন ২৬ রান। সরফরাজ আহমেদ ৮ এবং ৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ হাফিজ। ভারতের নেহরা, বুমরাহ, জাদেজা, রায়না এবং হার্দিক পাণ্ডে নেন ১টি করে উইকেট।