নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খায়রুন্নেছা বেগমের সভাপতিত্বে ও কাব শিক্ষক অজয় সেনের সঞ্চালনায় আলোচনা সভা ইভেন্ট-সো অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষকবৃন্দ এ আলোচনায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক খায়রুন্নেছা বেগম বলেন- হাতের লোম কূপের গোড়ায় প্রতি বর্গ মিলিমিটারে ৫০ হাজার জীবানু থাকতে পারে, যা খালীচোখে দেখা যায় না। ময়লা-আবর্জনা স্পর্শের পর পরই হাত সাবান দিয়ে ধুতে হবে, হাত দিয়ে নাক ঝাড়লে হাত সাবান দিয়ে ধুতে হবে, শৌচকর্মের পরে ও খাবার গ্রহণের আগে হাতকে জীবানুমুক্ত করতে হবে। এক কথায় হাত ধোয়ার মতো অতি সাধারণ অভ্যাস গড়ে তুলতে পারলে আমরা আমাশয়, টাইফয়েড, জন্ডিস, উদরাময় ও কৃমির মতো রোগের সংক্রমনের আশঙ্খা হতে মুক্ত থাকতে পারবো।
পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে জীবানুমুক্ত করণে হাত ধোয়ার কৌশল বাস্তবে দেখানো হয়।