এম.এ রুমান আহমেদ, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক এম এ সালাম (দৈনিক সংবাদ, চ্যানেল আই, রেডিও টুডে) এবং সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত (ডিবিসি নিউজ) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সালাম-পান্না প্যানেলের সকল প্রার্থীরা ভোটারদের সরাসরি ভোটে বিজয় লাভ করেছেন। মোট ৪০ টি ভোটের মধ্যে সবক’জন ভোটার ভোট প্রদান করেছেন।
এম এ সালাম পেয়েছেন ২১ এবং পান্না দত্ত পেয়েছেন ২২ ভোট। সভাপতি পদে নিকটতম প্রার্থী এসএম উমেদ আলী পেয়েছেন ১৮ এবং ফেরদৌস আহমেদ পেয়েছেন ১৮ ভোট।
সহ-সভাপতি পদে আশোক কুমার দাশ (ডেইলি অবজারভার) ও নূরুল ইসলাম শেফুল (ইউএনবি) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- এস এম মেহেদী হাসান (দৈনিক আমাদের অর্থনীতি) ও সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪)।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহ অলিদুর রহমান (সময় টিভি)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক), দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ (যুমনা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ এস কাঁকন (ভোরের পাতা, দি পিপলস টাইম) নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে শ.ই সরকার জবলু (দৈনিক খবরপত্র), নূরুল ইসলাম (সমকাল), পার্থ সারথি পাল (দৈনিক ডেসটিনি), মামুনুর রশীদ মহসিন (সাপ্তাহিক মুক্তকথা) ও জসিম উদ্দিন (সাপ্তাহিক মনুবার্তা) নির্বাচিত হয়েছেন।
বিকেল ২ টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠিত হয় সাধারণ সভা।