নিজস্ব প্রতিনিধিঃ গত ১০ই জুন ২০১৮ইং রোববার মৌলভীবাজারের প্রেমনগর চা বাগানের বর্ণকুঁড়ি শিশু পাঠশালার শিশুদের হাতে তুলে দেয়া হয় স্কুল ব্যাগ।
ঢাকা থেকে ডাঃ ফারহানা মোবিন এর পাঠানো ঈদ উপহার হিসেবে চল্লিশ টি স্কুল ব্যাগ পেয়ে উক্ত পাঠশালার শিশুরা ভীষণ খুশী।
এছাড়াও ফারহানা মোবিন স্কুলের দুই জন শিক্ষিকাকে উপহার সরূপ শাড়ি দিয়েছেন।
এ উপহার সামগ্রী প্রসঙ্গে ঢাকা স্কয়ার হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ফারহানা মোবিন বলেন, “ মানুষ হিসেবে আমাদের সবার কিছু সামাজিক দায়বদ্ধতা অাছে। আমাদের উচিৎ নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ানো।
আমাদের ছোট খাটো কিছু শখ বিসর্জন দিলে, আমরা কিছু অবহেলিত মানুষের জন্য কাজ করতে পারবো। ”
ডা: ফারহানা মোবিন স্কুল এর পরিচালক কবি সূর্য দাস তপন কে সাধুবাদ জানান।
এ প্রসঙ্গে বর্ণকুঁড়ি শিশু পাঠশালার প্রতিষ্ঠাতা কবি সূর্য দাশ তপন বলেন, ” মানবিক অনুভূতি থেকে চা বাগানের এই অসহায় শিশুদের মানুষ করার দায়িত্ব নিয়েছি। আমি চাই এই শিশুরা সঠিকভাবে বেড়ে উঠুক। ”
উল্লেখ্য, গত বছর কুয়েতের অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপ এর সৌজন্যে উক্ত গ্রুপ এর পরিচালক আ হ জুবেদ, ডাঃ ফারহানা মোবিন, বদরুল এইচ জোসেফ, বদরুল আলম, শিক্ষিকা রুনা ইসলামের অংশ গ্রহণে সেবামূলক কাজ করা হয়েছিল যথাক্রমে, ফ্রি মেডিকেল ক্যাম্প, নলকূপ স্থাপন, জুতা বিতরন, বস্ত্র বিতরন ও নগদ অর্থ বিতরণ।
মৌলভীবাজার সদর সংলগ্ন প্রেম নগর চা বাগান। এই চা বাগানের সুবিধা থেকে অনেক দূরে থাকা শিশুদের নিয়ে বর্ণকুড়ি শিশু পাঠশালা।