মৌলভীবাজার প্রতিনিধিঃ দু’ দিনের ঝড়ে মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । শহরের ফরেস্ট অফিস রোডে বিধ্বস্ত হয়ে গেছে সৈয়দ মুজতবা আলী পাঠাগার । প্রবল ঝড়ে উড়ে গেছে চাল । পাঠাগারের পক্ষ থেকে আবুল কালাম আজাদ জানান,বাংলো প্যাটার্নের পাঠাগারে চাল উড়ে যাওয়ায় বই ও আসবাবের ব্যাপক ক্ষতি হয়েছে । কিছু বই সরিয়ে নিয়েছি। কিছু এখনো রয়ে গেছে । পাঠাগারের প্রতিষ্ঠাতা সৌমিত্র দেব ঢাকায় থাকেন । করোনা ভাইরাসে লক ডাউন থাকায় তিনি সহসা ফিরতে পারবেন না । এ অবস্থায় খুব শীঘ্রই এটা পুনঃনির্মাণ সম্ভব নয় ।
২০১৯ সালে ১৮ অক্টোবর মৌলভীবাজারে সৈয়দ মুজতবা আলী পাঠাগার ও গবেষণা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় ।
ফরেস্ট অফিস রোডের দেব ভবনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব(বর্তমানে অতিরিক্ত সচিব) আনোয়ার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বুধবার বিকেলে মৌলভীবাজারের উপর দিয়ে বয়ে চলা প্রবল বেগে ধুলো ঝড় ও বাতাসে মৌলভীবাজার পল্লী বিদুতের পঞ্চাশটি স্থানে ক্ষতিগ্রস্থ হয়েছে জানা যায়।
সদর উপজেলার ৪টি ফিডারের মধ্যে দুর্গম পাহাড়ি এলাকা ও হাওরের বিভিন্ন স্থানে বিদুত লাইনের তার ছিড়ে গেছে। ফলে বিকেল থেকেই মৌলভীবাজারের কোথাও বিদ্যুত নেই।