জেলা প্রতিনিধিঃ টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়কগুলোর এখন বেহাল অবস্থা। রাস্তায় তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ আর ছোট বড় গর্ত। এতে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। তবে সরকারী বরাদ্দ পেলেই রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।
বন্যার পানি নেমে গেছে, রয়ে গেছে শুধু ক্ষতচিহ্ন। মৌলভীবাজারের দুটি পৌরসভাসহ সদর, কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বেশির ভাগ রাস্তারই এখন বেহাল অবস্থা। খরস্রোতা মনু ও ধলাই নদীর প্রচণ্ড স্রোতে এসব এলাকার প্রায় ২৫ টি স্থানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট-বড় অসংখ্য গর্তসহ তৈরি হয়েছে খানাখন্দের। এতে রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসীকে।
স্থানীরা জানান, ‘এই রাস্তা চলাচলের জন্য উপযোগি নয়। আমরা আশা করছি খুব শ্রীঘ্রই রাস্তার মেরামত করা হবে।’
এদিকে কমলগঞ্জ চাতলাপুর স্থল বন্দরে যোগাযোগের কালভার্টটি ধসে পড়ায় গত ১৩ জুন থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
তবে সরকারি পর্যাপ্ত সহায়তা পেলই দ্রুত সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেব নাথ বলেন, ‘আমাদের কয়েকটি সড়কের উন্নয়নের জন্য একনেক থেকে প্রজেক্ট পাশ হয়েছে। টেন্ডারের মধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে খুব তাড়াতাড়ি এই রাস্তার টেকসই উন্নয়ন করবো বলে আশা প্রকাশ করছি।’
মনু ও ধলাই নদীর ভয়াবহ বন্যায় জেলার দুটি পৌরসভাসহ ৪টি উপজেলায় প্রায় দেড় কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়।