অগ্রদৃষ্টি নিউজ ডেস্ক।। ইতালীর পালেরমো শহরে অভিবাসী ডালিয়া আক্তার সুমি ১৯৯০ সালে সিলেট মৌলভীবাজার জেলার রাজাপুর গ্রামে জন্ম গ্রহন করে, পরিবারের সাথে মাত্র ৮ বছর বয়সে ইতালী পাড়ি জমায়।
দ্বিতীয় ক্লাস থেকে পড়াশোনার শুরুতেই মনোযোগী এবং অল্প সময়ে ইতালীয়ান ভাষায় পারদর্শী হয়ে উঠা সুমি ২০০৯ সালে এ্যাকাউন্টিং এ ডিপ্লোমা লাভ করেন। একটি অতি সাধারণ পরিবারের মেয়ে “ডালিয়া আক্তার সুমি” পালের মো কমুনি পৌরসভার নির্বাচিত সদস্য ও উপদেষ্টা পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে ২০১৩ সালে বিপুল ভোটে বিজয়ী নির্বাচিত প্রবাসীদের প্রতিনিধি।
বর্তমানে ২৪ বছর বয়সী “ডালিয়া আক্তার সুমি” কম বয়সী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে আরেক দৃষ্টান্ত ইতালীর রাজনৈতিক অঙ্গনের অলংকার বাংলাদেশী মেয়ে ডালিয়া আক্তার সুমি।