ইতালির মিলান থেকে তুহিন মাহামুদ: ইতালির মিলান থেকে তুহিন মাহামুদ: মিয়ানমারে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের প্রতি নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে মিলানের রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইতালির মিলানোস্থ প্রায় ২৮ টি ইসলামিক সংগঠন সহ বাংলাদেশ, ইজিপ্ট, মরক্কো, সহ প্রায় ১৫টি দেশের শত শত প্রবাসীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
কাইয়ম সংগঠনের সভাপতি উমর জিব্রিল, সদস্য মোঃ হাফিজুল ইসলাম, আহমেদ, আঃ আজিজ সহ বিভিন্ন দেশের কমিউনিটির নেত্রীবৃন্দ এতে বক্তব্য রাখেন।
বক্তারা, অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশ সরকার কে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে মায়ানমারের নৃশংস হত্যাতান্ডব বন্ধের আহবান জানান। মিলানোস্থ পিয়াচ্ছা পরতা ভেনিজিয়া থেকে শুরু হয়ে গুরুত্ব পূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে মিলান সেন্ট্রাল স্টেশনে শেষ হয়। শেষে এক সমাবেশের মাধ্যমে ইসলামিক সংগঠনের নেত্রীবৃন্দ বার্মার এই নৃশংস ও নগ্ন হত্যা তান্ডবের তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে এ হত্যা কান্ড বন্ধের দাবী জানান এবং জাতীসংঘ সহ বিশ্বের মানবাধিকার সংস্থা গুলোর প্রতি আহবান জানান।
শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তির লক্ষে বিশেষ মোনাজাত করা হয়। মিয়ানমারের এই হত্যা যজ্ঞ আর দেখতে চায়না বিভিন্ন দেশের প্রবাসীরা ক্ষোভে ফেটে পরে মিলানের রাজপথে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই