ইতালি থেকে তুহিন মাহামুদ- ২০ জুন.২০১৭ মঙ্গলবার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, মিলান এর আয়োজনে অনুষ্ঠিত হলো,প্রবাসী বাংলাদেশীদের জন্য ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী বাংলাদেশী মিলান কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের কনসাল জেনারেল মিজ রেজিনা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মুহাম্মদ জুলহাস।
বিশেষ অতিথির পদ অলংকৃত করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্নসচিব জনাব নারায়ন চন্দ্র বর্মা। কনসাল রফিকুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্যে গাজী মুহাম্মদ জুলহাস প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নানা কল্যাণ কার্যক্রম তুলে ধরে সকল প্রবাসী বাংলাদেশীকে বোর্ডের মেম্বারশীপ গ্রহন করার আহ্বান। সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মিজ রেজিনা আহমেদ তার প্রতিক্রীয়ায় বলেন,–প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।সে ধারাবাহিকতায় ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশীপ প্রদান কার্যক্রম নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এর সুফল প্রত্যেক প্রবাসী বাংলাদেশী ভোগ করতে পারবে উল্লেখ করে তিনি সকলকে মেম্বারশীপ গ্রহনের অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে যুগ্নসচিব জনাব নারায়ন চন্দ্র বর্মা প্রবাসীদের সুবিধাগুলো নিয়ে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন।এবং মেম্বারশীপ গ্রহনের জন্য আহবান জানান। উল্লেখ্য, যে সব প্রবাসী বাংলাদেশী বিদেশে আসার সময় বর্হিগমন ছাড়পত্র ব্যতীত বা সরকারি ডাটাবেজে অন্তর্ভুক্ত না হয়ে বিদেশে এসেছেন তাদেরকে সরকারের বর্হিগমন ডাটাবেজে অন্তর্ভূক্তকরণের জন্য সরকার এ প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার সুযোগ সৃস্টি করেছে।এর ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশীগণ প্রবাসে থেকেও দূতাবাস/কন্স্যুলেট হতে নির্দিষ্ট প্রক্রিয়ায় বোর্ডের সদস্য হতে পারবেন।এ সদস্য হওয়ার মাধ্যমে তারা সদস্যদের জন্য সংরক্ষিত বোর্ডের নানা কল্যাণমূলক পরিসেবার আওতাভূক্ত হওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ও কন্স্যুলেট কর্মকর্তারাও মেম্বারশীপ গ্রহন করেন।
এ সময় বোর্ডের মহাপরিচালক গাজী মুহাম্মদ জুলহাস এবং কনসাল জেনারেল মিজ রেজিনা আহমেদ মেম্বারশীপ তুলে দেন মিলানের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব নাজমুল কবির জামান,সিলেট সমিতির জামিল আহমেদ এবং কন্স্যুলেট কর্মকর্তা জাকির হোসেনের হাতে। এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দ মেম্বাশীপ এর সুযোগ সুবিধার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আকরাম হোসেন,মিলান বাঙলা প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন মাহামুদ,সম্মানিত সদস্য জালাল হাওলাদার,লোম্বারদিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা,কমিউনিটি ব্যক্তিত্ব হাফিজ তালুকদার, স্টুডেন্টস এসোশিয়েসনের সভাপতি ফিরোজ আলম,রাজনৈতিক ব্যক্তি মুনছুর খালাসি,ব্যবসায়ী মমিনুর রহমান,কমিউনিটি লিডার সিরাজ খালাসী,শাজাহান,লোন্বারদিয়া আওয়ামী লীগের যুগ্নসম্পাদক মোহান্মদ হানিফ শিপন, তোফায়েল আহমেদ খান তপু,সাংগঠনিক সম্পাদক আরফান সিকদার সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে লোম্বারদিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,ব্যবসায়ীক,সাংবাদিক মহিলা নেতৃবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেেন। এবং বক্তব্যে তারাপ্রবাসীদের জন্য ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশীপ কার্যক্রম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান এবং প্রবাসী কল্যাণে আরো সুযেগ সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং নামাজ আদায় শেষে সকলে নৈশভোজে অংশনেন।