গাজীপুরে মানহানির মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
মি. আনামের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার জানিয়েছেন, গত ১৭ই ফেব্রুয়ারি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির ঐ মামলা করেন জেলার জজ কোর্টের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের নেতা আমানত হোসেন খান।
আদালত মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছিলেন।
সে অনুযায়ী তিনি আজ আদালতে যান।
১৬ই মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মি. হালদার।
মি. আনামের বিরুদ্ধে এপর্যন্ত ৭৯টি মামলা হয়েছে।
বেশিরভাগ মামলায় মানহানির অভিযোগ এনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মি. আনাম ডিজিএফআইয়ের দেয়া তথ্য যাচাই না করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করেছিলেন।