নিজস্ব প্রতিনিধিঃ ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুয়েত আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ৩০ মার্চ শনিবার কুয়েত সিটির গুলশান হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাদেক হুসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি বিমল কান্তি রায়, আওয়ামীলীগ নেতা দ্বীনে ইসলাম মিন্টু প্রমুখ।
বক্তব্য রাখেন, কুয়েত আওয়ামী যুবলীগ সভাপতি তায়েজ উদ্দিন তাজ, যুবলীগ নেতা রায়হান উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলা উদ্দিন আলা, মোশাররফ করিম ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কুয়েতের সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ, নিহত ও সম্ভ্রম হারা মা বোনদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
এদিকে কুয়েত আওয়ামীলীগ সভাপতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ধরে রাখতে হবে। স্বাধীনতার অর্জন ও উন্নয়নশীল দেশে উত্তরণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের ওপর গুরুত্বারোপ করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, আসুন কুয়েত আওয়ামীলীগের চিরাচরিত চেহারা দ্বিধাদ্বন্দ্ব ও কোন্দল ভুলে গিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এক সাথে কাজ করি।