হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি দিলীপ কুমারের হাতে ‘পদ্মভূষণ’ পুরস্কার তুলে দেয়া হয়েছে। রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস মুম্বাইয়ের শহরতলী বান্দ্রায় দিলীপ কুমারের বাসায় গিয়ে ৯৩ বছর বয়সী এই মহানায়কের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তার পাশে ছিলেন। ৬ দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হল। চলতি বছরের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ২০১৫-কে সামনে রেখে দিলীপ কুমার, অমিতাভ বচ্চনসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মানে ভূষিত করা হয়। এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে যখন এ পুরস্কার প্রদান করা হয়, তখন অসুস্থতার কারণে দিলীপ কুমার সেখানে উপস্থিত হতে পারেননি। এ কারণেই বাড়িতে গিয়ে ‘ট্রাজিডি কিং অব বলিউড’-এর হাতে পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এর আগে অটল বিহারি বাজপেয়ির বাড়িতে গিয়ে ‘ভারতরত্ন’ দিয়ে এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দাদাসাহেব ফালকে পুরস্কার শশী কাপুরকে দেয়া হয়েছিল মুম্বাইতে গিয়ে। দিলীপ কুমারকেও বাড়িতে গিয়ে পুরস্কার দেয়া হল। ১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়া হয়। মুঘলে আজম, গঙ্গ-যমুনা, মধুমতি, আজাদ, দেবদাস প্রভৃতি কালজয়ী ছবির নায়ক তিনি। তার জন্ম পাকিস্তানের পেশাওয়ারে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজ।