নিজস্ব প্রতিনিধিঃ সংসদীয় কাল ১৯৬৩- ১৯৭৪ ইং, কুয়েত জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য, (১৯৬৩ইং সাল থেকে ১৯৬৪ইং সাল পর্যন্ত) ডাক, তার ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রিফাই তরিকতের ঈমাম বিশ্ব সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান পৃষ্ঠপোষক আওলাদে রসুল (সাঃ) ডক্টর আল্লামা সাইয়েদ ইউছুফ বীন সাইয়েদ হাশিম আল রিফাই (আল হাসানী ওয়াল হুসাইনী (রঃ) এর ইন্তেকাল উপলক্ষে শোক সভা ও ইসালে সোয়াব মাহফিল গত ২৭শে এপ্রিল ২০১৮ইং রোজ শুক্রবার বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, কুয়েত এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত,কুয়েতের সভাপতি সৈয়দ লোকমান ওসমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর আরিফ এর উপস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইয়েদ আবু মাজেদ হিশাম শাহিন আল রিফাই (আল হাসানী ওয়াল হুসাইনী- মুজদাজিল্লু আলী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে রসুল ডক্টর আল্লামা সাইয়েদ আব্দুর রহমান আল রিফাই (আল হাসানী ওয়াল হুসাইনী-মুজদাজিল্লু আলী) ও শেখ ডক্টর মোহাম্মদ মোবারক (আল হাসানী ওয়াল হুসাইনী-মুজদাজিল্লু আলী) আলহাজ্ব মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ নুর প্রমুখ।
উপস্থিত অতিথিরা বক্তব্য দিতে গিয়ে মরহুম আল্লামা সাইয়েদ ইউছুফ বীন সাইয়েদ হাশিম আল রিফাই এর বিভিন্ন পুণ্যকর্মের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন।
এসময় অতিথিরা বলেন, মরহুম আল্লামা সাইয়েদ ইউছুফ বীন সাইয়েদ হাশিম আল রিফাই এর জীবদ্দশায় আর্থ মানবতার সেবায় বিরামহীন কাজ এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অনেক ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন।
তাঁরা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ৬০টি মসজিদ, ৯টি এতীমখানাসহ ৩টি হাসপাতাল নির্মাণ করে গেছেন, পবিত্র ইসলাম ধর্মের এ দ্বীনদার আলিম।
শেষে মিলাদ-কেয়াম এর মাধ্যমে মরহুম আল্লামা সাইয়েদ ইউছুফ বীন সাইয়েদ হাশিম আল রিফাই এর রূহের মাগফেরাত কামনাসহ বিশ্ব মুসলিম উম্মার গুনা মাফ, শান্তি, কল্যাণ ঐক্য ও উন্নতি-অগ্রগতি কামনা করে বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।
তবারক বিতরণের মধ্য দিয়ে শোক সভা ও ইসালে সোয়াব মাহফিল এর সমাপ্তির ঘটে।