অগ্রদৃষ্টি ডেস্ক: পয়লা জুলাই থেকে কার্যকর হবে নতুন ভ্যাট আইন, যেখানে আগের প্যাকেজ পদ্ধতি বাদ দিয়ে বিক্রিত পণ্যে সমানভাবে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের।
এই নতুন পদ্ধতির প্রতিবাদে আজ একঘণ্টা কর্মবিরতি পালন করছে কিছু ব্যবসায়ী সংগঠন।
ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলছেন, ১৫ শতাংশ হারে ভ্যাট দিলে হলে খুচরা বিক্রেতা অর্থাৎ যারা নির্দিষ্ট দামে পন্য বিক্রি করেনা, তাদের পন্যের দাম বাড়িয়ে দিতে হবে।
সেক্ষেত্রে তারা ক্রেতা হারাবেন।
একই সঙ্গে মি. মোতালেব বলছেন, যেহেতু নতুন ব্যবস্থা সম্পর্কে ভোক্তাদের বেশির ভাগের ধারণা নেই, এর ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হবেন বলে তিনি আশংকা প্রকাশ করেন।
খুচরা বিক্রেতা পর্যায়ে ২০০৮ সালে প্যাকেজ ভ্যাট পদ্ধতি চালু হয়, যা চারহাজার টাকা থেকে শুরু হয়েছিল।
এখন সর্বনিম্ন ১৪ হাজার টাকা পর্যন্ত ভ্যাট দিতে হয় খুচরা ব্যবসায়ীদের।