নামে-বেনামে ভুয়া ফেসবুক আইডি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
অতীতকালে যোগাযোগ ব্যবস্থা সহজ ছিলনা। অতীতের কঠিন সময় পার করে বর্তমানে আমরা অবর্ণনীয় সুযোগ সুবিধে পাচ্ছি ও ভোগ করছি।
এটি তখনই সহজে অনুমেয় হয়ে থাকে, যখন একালের দৃশ্যমান সুযোগ সুবিধে গুলো আমাদের নানা কাজে বিরাট সহায়ক ভূমিকা পালন করে।
অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সুযোগ-সুবিধে গুলোকে একটি অংশের অসৎ ও অসামাজিক লোকেরা ক্রমাগত অপব্যবহার করেই চলেছে।
ফলে তাদের নেতিবাচক কর্মকান্ডের ধরুন সমাজে বাড়ছে হিংসা-বিদ্বেষ, মারামারি ও খুনাখুনির মতো ঘটনাও।
বিশেষ করে বর্তমান সময়ে বিশ্বজুড়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি অগণিত মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, সেটি নিয়েই সবচেয়ে বড় চিন্তার বিষয়।
হ্যা, ফেসবুক এর কথাই বলছি…
বর্তমানে এই মাধ্যমটিতে নামে-বেনামে ভুয়া আইডির রামরাজত্ব চলছে।
ফলে মোটামুটি বলাচলে, কমবেশি বিশ্বের সবদেশেই সামাজিক প্রেক্ষাপটে এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে।
মোটকথা, এসব ভুয়া এফবি আইডির কর্মকান্ডে সমাজে প্রতিনিয়ত নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
অতএব, সুন্দর সমাজ গঠনের পক্ষে যারা কাজ করছেন, তাদের দায়িত্ব তথা কর্তব্যও বটে, এখনই ভুয়া ফেসবুক আইডি বন্ধে জোরালো ভূমিকা নিয়ে কাজ করা।
আ হ জুবেদ
সম্পাদক, অগ্রদৃষ্টি