অগ্রদৃষ্টি ডেস্ক::ভারতে গরুর মাংস নিয়ে তোলপাড় চলছে বেশ কিছুদিন ধরে। এ বিষয়ে হাটে হাঁড়ি ভাঙলেন দিল্লির হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি রাজিন্দার সাচর। গতকাল মথুরাতে এক অনুষ্ঠানে বললেন, ভারতে গরুর মাংস ব্যবসায়ীদের ৯৫ শতাংশই হিন্দু। তার এ মন্তব্যে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হলো।
মথুরার আরসি ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রেডিক্যাল ইসলাম’। ওই অনুষ্ঠানে এ মন্তব্য করেন সাবেক বিচারপতি। এতে ব্যাপক গুঞ্জন শুরু হয়। কলেজের অনেক শিক্ষক ও শিক্ষার্থী এমন বক্তব্য শোনার পর ভেন্যু থেকে বেরিয়ে যান।
বর্তমানে বিশ্ব পরিস্থিতি এবং মুসলিমদের অবস্থান বিষয়ে আলোচনা হয় ওই কনফারেন্সে।
সাবেক বিচারপতি বলেন, গরুর মাংস ব্যবসায়ীদের প্রায় ৯৫ শতাংশই হিন্দু। খাদ্যাভ্যাসের কারণে ধর্মকে দোষারোপ করার যুক্তি নেই। এমনকি আমিও ইচ্ছে করলে গরুর মাংস খেতে পারি। তার বক্তব্যকালে মঞ্চে ভারতের হিন্দু ও মুসলমান সমাজের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
তিনি বক্তব্যে বিজেপির সারদানার এমএলএ সঙ্গীত সোমের গরুর মাংসের ব্যবহার উদাহরণও টানেন। পরে অবশ্য তা অস্বীকার করেন। বলেন, দিল্লির হিন্দু এমনপি এবং এমএলএ’দের অনেকেই গরুর মাংসের ব্যবহার সঙ্গে জড়িত। কাজেই এদের মুখে গরুর মাংস খেতে মুসলমানদের মানা করা উচিত নয়। এসব কথা বলতে বলতেই অনেকেই সভা থেকে বেরিয়ে যেতে শুরু করেন।
ওই কলেজের এক শিক্ষক শিব রাম ভারাদওয়াজ জানান, সাবেক প্রধান বিচারপতি এসব কথা বলামাত্রই বহু গণ্যমান্য ব্যক্তিরা চটে যান। আমাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু মানুষের মধ্যে শব্দ বাছাইয়ে সাবধান হওয়া উচিত।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।