ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে মুকুট হারালো বাংলাদেশ।
শনিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গতবার ঢাকায় এই ভারতকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জয় করেছিল বাংলাদেশ।
ম্যাচের ৬৬ মিনিটের সময় জানভি শেঠের কাছ থেকে বল পেয়ে লিন্ডার নেওয়া শটে পা ছুঁইয়ে দিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল পাঠান সুনিতা মান্ডা। পরে বেশ কয়েকবার বাংলাদেশ চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি।
প্রতিপক্ষকে ২২টি গোল দেয়ার পর এই প্রথম এই আসরে গোল ঢুকলো বাংলাদেশের জালে।
পাকিস্তানকে ১৪-০ গোলে এবং নেপালকে ৩-০ হোলে হারিয়ে গ্রুপ পর্ব পার হয় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল।
কিন্তু ফাইনালে এসে আর সেভাবে খেলতে পারলো না।
সূত্র, বিবিসি