করোনাভাইরাসে বিশ্বজুড়ে আরো চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ১২ হাজার। মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৩৬ লাখের মতো। বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ২ কোটি ৬০ লাখের অধিক মানুষ।
দৈনিক হিসাবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তে শীর্ষে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৪৬ জন, প্রায় ৬২ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি।
এদিকে, ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো মেক্সিকো, মারা গেছেন ৬৪৪ জন। প্রায় একমাস পর, সর্বনিম্ন ৪৩০ জনের মৃত্যু রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। তবে, দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৮০ হাজার ছাড়ালো।
তবে, মহামারির প্রকোপ শুরুর তিন মাস পর, ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৪৯৫ জনের মৃত্যু রেকর্ড করলো ব্রাজিল। দেশটিতে করোনায় মোট প্রাণহানি এক লাখ ১৪ হাজারের উপরে।