স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) কুয়েত সিটির হিরারঞ্জ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন (আলা) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কুয়েত আওয়ামীলীগের সভাপতি হোসেন আহমেদ আজিজ।
প্রধান বক্তা ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লাক মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, রফিকুল ইসলাম ভুলু, মোহাম্মদ আব্দুল হাই ভুঁইয়া, মাকসুদুর রহমান, খোরশেদ রফিক রাজা পাটুয়ারী, দিদারুল আলম রিপন, কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ ম জাহাঙ্গীর কাদের, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম শাহিন, দিদারুল আলম, মোহাম্মদ হানিফ মিয়া, বাহার উদ্দিন, বাবুল দাস, জহিরুল কাইয়ুম বাহার ও হাবিবুর রহমান হাবিব।
মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের
গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রবাসী সংগঠকরা।
বক্তব্য রাখেন, এইচ এম শাহাদত হুসেন মানিক, মোহাম্মদ কাশেম, রুমি মোহাম্মদ আল মুসা, মোহাম্মদ বাচ্চু মিয়া, শাহাদত হুসেন, তোফাজ্জল হুসেন ও রফিকুল ইসলাম, দাইয়ানুর রহমানসহ অনেকে।
বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন, মনির হুসেন খান, মোহাম্মদ জাহিদ, শিশু শিল্পী সানি দেব,রুদ্র দাসসহ অনেকে।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।