পশ্চিমবঙ্গের সঙ্গীতবিষয়ক প্রতিযোগিতা গ্রেট মিউজিক গুরুকুলের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দেখা যাবে উপমহাদেশের অন্যতম সেরা গায়িকা রুনা লায়লাকে। সেখানে তিনি অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। গত শুক্রবার কলকাতায় গেছেন তিনি।
রুনা লায়লা জানান, এ ধরনের আয়োজন স্মরণ করিয়ে দেয়- সঙ্গীতের কোনো দেশ নেই। এই প্রতিযোগিতার অংশ হতে পেরে তার ভালো লাগছে। বিচারকার্যের পাশাপাশি মঞ্চে গাইতেও দাঁড়াবেন তিনি। এতে রুনার সাথে বিচারক হিসেবে থাকবেন ভারতীয় সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ, জাবেদ আলী ও জিৎ গাঙ্গুলি। পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল কালারস বাংলায় অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হয়েছে আসছে। রোববার প্রতিযোগিতার ফিনালে অনুষ্ঠান ধারণ করা হয়েছে। ৯ আগস্ট প্রচার হবে অনুষ্ঠানটি।দেড় দশকের বেশি সময় ধরে উপমহাদেশের বিভিন্ন সঙ্গীতবিষয়ক আয়োজনে রুনার উপস্থিতি অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছে। ১৯৯৯ সালে ভারতের জি-টিভির ‘সারেগামাপা’ (হিন্দি) প্রতিযোগিতায় রুনা ছিলেন প্রধান বিচারক। পশ্চিমবঙ্গের জি বাংলার ‘সারেগামাপা বিশ্বসেরা’ প্রতিযোগিতা এবং বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের প্রতিযোগীদের নিয়ে ২০১২ সালে দুবাইয়ে আয়োজন করা ‘সুরক্ষেত্র’ অনুষ্ঠানেও তিনি ছিলেন বিচারক। সঙ্গীতের বাইরে জি বাংলার জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর সপ্তম আসরেও একই আসনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ কণ্ঠশিল্পী।