বিএনপি ভাঙার জন্য সরকারের প্রয়োজন হবে না, খালেদার জিয়ার এক ছেলেই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার রাজধানীতে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সুরঞ্জিত বলেন, খালেদা জিয়ার ভয়, তার দল বুঝি সরকার ভেঙে দেবে। সব সরকারই বিরোধী দল ভাঙার চেষ্টা করে। কিন্তু ইতিহাস বলে, সেটা সম্ভব হয় না। দল ভাঙে ভেতরের লোকজন। বিএনপি ভাঙার জন্য খালেদা জিয়ার এক ছেলেই যথেষ্ট, ঘরের শত্রু বিভীষণ।
‘জিয়ার বিএনপি, ‘মাহবুবুর রহমানের বিএনপি’ ইত্যাদি নামে দলটি বিভক্ত হয়ে যেতে পারে মন্তব্য করে এ জন্য খালেদা জিয়াকে সতর্ক করেন জ্যেষ্ঠ এই আওয়ামী লীগ নেতা।
সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দলের ভেতরের শত্রুদের বিষয়ে সতর্ক করেন সুরঞ্জিত।
ভবিষ্যতে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা নিয়ে বিএনপি জোটকে সতর্ক করে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া এবার শান্তিপূর্ণ আন্দোলন করবেন বলে শোনাচ্ছেন। বিলম্বে হলেও ‘আন্দোলন শান্তিপূর্ণ করতে হবে’ এমন বোধদয়ের জন্য আমি খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, খালেদা জিয়াকে গ্লোবাল পলিটিক্সের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব রাজনীতির অবস্থা বুঝে দেশের রাজনীতির সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে চলছে ওভাবে হবে না।
সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল নিয়ে কয়েকজন প্রবীণ সতীর্থের বক্তব্যের সমালোচনা করেন গত আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রিত্ব হারানো নেতা সুরঞ্জিত।
‘মন্ত্রিসভায় নতুন করে কেউ নিয়োগ হবে না’ অনেক নেতার এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রিসভায় আর কোনো সম্প্রসারণ হবে না বলে কিছু রাজনীতিক মন্তব্য করছেন। এটা অনর্থক কথাবার্তা। এ বিষয়ে অন্য কারো কথা বলা বোকামি।
আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধু একাডেমির সংগঠক হুমায়ুন কবির মিজি, এম এ মোতালেব, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।