সিলেট-প্রতিনিধিঃ সায়েদাবাদে বাসচালক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
বুধবার দুপুরে সিলেট নগরীর কদমতলিস্থ বাস টার্মিনালে সমাবেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে এ আলটিমেটাম দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে বিচার না হলে ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক।
তিনি বলেন, আগামী ৩১ তারিখের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
বুধবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ধর্মঘট শুরু হয়। যাত্রীদের পিটুনিতে চালক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
সকালে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক জনিয়েছিলেন, বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া তাদের এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরে দুপুর ১২টায় ২ ঘন্টা ধর্মঘট শিথিল করে বিকাল ৪টা পর্যন্ত করা হয়।
প্রসঙ্গত, সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর কিল-ঘুষিতে সংজ্ঞা হারান চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চালককে মারধরের ঘটনায় রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম শাকিল (২৬) নামে চার যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পরদিন মঙ্গলবার ওই চার জনকে আসামি করে নিহতের স্ত্রী রীমা দে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানান।