তুহিন মাহমুদ, বিশেষ প্রতিনিধি (ইউরোপ) বিশ্ব বানিজ্য সংস্থার (ডব্লিউটিও) আয়োজনে ইতালীর বাণিজ্যিক নগরী মিলানোতে চলছে মাসব্যপি এক্সপো মিলানো ২০১৫। গত ২০ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে। দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বাংলাদেশীদের অংশগ্রহনে উদযাপিত বাংলাদেশ ডে- তে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ থেকে আগত এবং মিলানোর স্থানীয় শিল্পী কলাকুশলীদের উপস্থাপনায় বাংলাদেশর কৃষ্টি-সাংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যপি এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিপুল সংখ্যক ইতালীয় ও এক্সপো মিলানো- ২০১৫ তে অংশগ্রহনকারী অন্যান্য দেশর অতিথিরা অংশগ্রহন করনে এবং বাংলাদেশ ডে’র উপস্থাপনা উপভোগ করেন।
প্রায় ২০ মিনিটের ভাষণে জনাব তোফায়েল আহমেদ উন্নয়নশীল বাংলাদেশ ক্রমউন্নয়নের, বিশেষ করে উৎপাদনে বাংলাদেশ কিভাবে আমদানী কারক দেশ থেকে ধীরে ধীরে রপ্তানীকারকে পরিনত হচ্ছে এবং বিশ্বে নিজেদের আসন সু-দৃঢ় করছে তা উল্লেখ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাগতিক দেশ ইতালীর প্রতিনিধি।
অনুষ্ঠান চলাকালীর সময়ে হলের মধ্যে ছদ্মবেশে থাকা জামাত বিএনপি জোটের একজন কর্মী হলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে উপস্থিত দর্শকরা তাকে পাকড়াও করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করে। এছাড়া অনুষ্ঠান স্থল থেকে প্রায় আধাকিলোমিটার দুরে এবং জনাব তোয়াফেল আহমেদ যে হোটেলে অবস্থান করছিলেন তার বাইরে বিচ্ছিন্নভাবে কিছু বিএনপি সমর্থকদের শ্লোগান দিতে দেখা যায়।
এক্সপো মিলানো ২০১৫ শীর্ষক ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ রাইচ ক্লাষ্টারভুক্ত দেশ হিসেবে অংশগ্রহন করছে।
এবারের সম্মেলন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন বাংলাদেশ বর্তমানে এলসিডির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে। ইতিপূর্বে এলসিডি ভুক্ত দেশগুলোর নেতা হিসেবে উন্নত দেশের কাছে দাবি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এজন্য এলসিডিভুক্ত দেশগুলো তোফায়েল আহমেদের প্রশংসা করে।
এক্সপো মিলানো- ২০১৫ অংশগ্রহনে বাংলাদেশের ১৪ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে ইতালী থেকে অংশগ্রহন করেন রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শাহাদত হোসেন ও মিলান কনসাল অফিসের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।