কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩/২০২৪ দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নির্বাচন প্রস্তুতি সভা ও নমিনেশন ফরম দাখিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলের হল রুমে আয়োজিত সভায় আগামী ১৫ সেপ্টেম্বর প্রেসক্লাবের নির্বাচনে অংশ নিতে প্রেসক্লাবের সদস্যরা নমিনেশন ফরম দাখিল করেন নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের কাছে।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা মঈন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ,জালাল উদ্দিন, আল আমিন রানা, সাদেক রিপন, হেবজু মিয়া,মহসিন পারভেজ সহ অনেকে।
সভায় পুরাতন কমিটির মেয়াদ শেষে তা বিলুপ্ত করে গনতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভাবে নতুন কমিটি গঠনকল্পে নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয় নির্বাচন সমন্বয়কারী ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান পলাশকে।
পরে প্রেসক্লাবের সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে নমিনেশন ফরম দাখিল করেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জাতীয় মিডিয়ায় কর্মরত কুয়েত প্রবাসী সকল সংবাদকর্মীদের সমন্বয়ে ২০২১ সালে গঠিত হয় বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত।