মো:আব্দুর রহমান, ফ্রান্স প্রতিনিধি : গতকাল প্যারিসের Le Pas Sage নামক একটি অভিজাত ফ্রেঞ্চ রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)এর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম সভা অনুষ্টিত হয়।
জহিরুল ইসলাম রানা এর সঞ্চালনায় ও মোজাম্মেল হুসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিসিএফ এক্সোকিউটিভ মেম্বারদের প্রায় এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিসিএফের ২০১৮ সালের কর্ম পরিকল্পনা সহ বিভিন্ন প্রবাসীবান্ধব প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়।
তার মধ্যে উল্লেখ যোগ্য হলো ফ্রান্সে জাতীয় দিবস এবং বৈশাখ উদযাপন, ফ্রান্স এবং বাংলাদেশের শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সেমিনার আয়োজন, প্যারিসে বাংলাদেশী কমিউনিটি বসবাসকারী এলাকাতে বাংলা এবং ফ্রেঞ্চ পুস্তকাদির সমন্বয়ে ভ্রাম্যমান লাইব্রেরির ব্যবস্থা করা, বাংলা সনেটের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব এবং ফ্রান্সের ভারসাইয়ে উনার বসবাসের উপর একটি প্রামান্য চিত্র তৈরী করে ফ্রান্সের বুকে উনার কোনো স্মৃতিস্তম্ব নির্মাণের দাবী জানানো, ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশীদের ফরাসি আইন কানুন শেখানোর জন্য FORMATIONS CIVIQUES ET CITOYENNES(La vie en France)কোর্স চালু করা, বিসিএফ সদস্যদের একটি নিজস্ব সুরক্ষা ব্যবস্থা চালু করা (প্রাথমিক পর্যায়ে বিসিএফের বিসিএফের জেনারেল,এলিট এবং এক্সিকিউটিভ সদস্যদের থেকে ১০০ জনকে এর আওতাভুক্ত করা হবে),প্রবাসীদের লাশ দেশে পাঠাতে কি পদক্ষেপ নেয়া যায় এই সকল বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিলো বিসিএফের পথচলা। গত ০১/১২/২০১৭ বিসিএফের ৫ম জন্ম বার্ষিকী ছিলো।
বিসিএফের সদস্যরা তাদের ভিডিও বার্তা প্রেরণের মাধ্যমে শুভেচ্ছা জানানো সহ বিসিএফ সম্পর্কে তাদের ভালো লাগা গুলো শেয়ার করেন। বিসিএফের জন্মদিন উপলক্ষে ফেইসবুক প্রোফাইলের জন্য তৈরী করা ফটো
ফ্রেম ব্যবহার করেন শত শত প্রবাসী বাংলাদেশী। দীর্ঘ ৫ বছরে বিসিএফ সম্পূর্ণ অরাজনৈতিক,ধর্মনিরপেক্ষ এবং আঞ্চলিকতায় অবমুক্ত থেকে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক প্রবাসী জনকল্যাণ মূলক কাজ করে বিসিএফ এখন ফ্রান্স প্রবাসীদের একটি আস্থায় পরিপূর্ণ। তার মধ্যে অন্যতম বিদেশের মাটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী,বাংলাদেশ ডে উদযাপনে অংশগ্রহন,প্যারিসে রাস্তা পরিস্কারে বিসিএফের অংশগ্রহন,রমজান সলিডারিটি প্রোগরামের মাধ্যমে প্যারিসের রাস্তায় অসহায় লোকদের খাদ্য বিতরন,ঈদে পথ শিশুদের পোষাক এবং অর্থ অনুদান, দেশে বন্যা কবলিত অঞ্চলে বিসিএফ কর্তৃক ত্রান বিতরণ,প্যরিসে কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান,ফরাসি নাগরিকত্ব লাভের সেমিনার,প্যারিসে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ফ্রান্সে কুইজ প্রতিযোগিতার আয়োজন,ক্যানসার আক্রান্ত হুমায়ুন কবিরকে সহায়তা,ইউনেস্কো হেডকোয়ারটার্সে অনুষ্টিত অনুষ্টানে বিসিএফের অংশগ্রহন এবং ২০১১ সালে শান্তিতে নোবেল বিজয়ী Laureate Tawakkol Karman এর সাথে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ে আলোচনা।
তাছাড়াও প্রতিদিন বিসিএফ পেইজে পুস্ট হওয়া প্রতিটি পুস্ট থেকেই কোন না কোন ভাবে কেউ উপকৃত হচ্ছেন বলে জানা যায়। সবশেষে বিসিএফ লোগো সম্বলিত কেক কেঁটে বিসিএফের ৫ম জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।