নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখা কর্তৃক সংগঠনটির গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২২তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে।
গত ২৯শে জুলাই ২০১৬ইং রোজ শুক্রবার স্থানীয় সময় রাত ৯ঘটিকায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি ফয়েজ কামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ নেয়াজ নজরুল, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি,কুয়েত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী,আওয়ামীলীগ কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জিলিব আল-সুয়েখ শাখা আওয়ামীলীগের সভাপতি শেখ সুবেদ আলী, যুবলীগ কুয়েত শাখার আহবায়ক নজরুল ইসলাম শাহিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েতের সভাপতি দিদারুল আলম দিদার, ওমর ফারুক, মুরশেদ আলম প্রমুখ।নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বক্তব্য প্রদানকালে বলেন, সংগঠনটির সূচনা লগ্ন থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এদিকে ”হঠাও জঙ্গি, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” উল্লেখ করে নেতৃবৃন্দরা বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বর্তমান অসহনীয় পরিস্থিতির মূল ”জঙ্গি-সন্ত্রাস” দমনে একসাথে কাজ করি, এতে আমরা সফলকামি হলে, দেশ বাঁচবে , দেশের ১৬কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।