বিশেষ প্রতিনিধিঃ গত ২৭শে আগস্ট ২০১৬ইং রোজ শনিবার রাত ৯টায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেন্ড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদলের সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নবিউল হক মিলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুয়াজ উদ্দিন মুয়াজ,বর্ষীয়ান আওয়ামী নেতা কাজী শামসুল আলম, কুয়েত আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাক আলী ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা আনছার আলী হাওলাদার, সেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি মাসুদ করিম, আওয়ামী নেতা জনাব ঈমাম হোসেন, জিলিব আওয়ামীলীগের সভাপতি জানে আলম,ফাহাহিল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি হারুনুর রশিদ অরুন,ফাহাহিল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ফান্ডেশনের আহ্বায়ক ওমর ফারুক , আওয়ামী সেচ্ছাসেবকলীগ কুয়েতের ভারপাপ্ত সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,বঙ্গবন্ধু সৈনিক লীগ কুয়েতের যুগ্ম আহ্ববায়ক শফিকুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কুয়েতের সহ সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরক্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।বক্তব্য রাখেন, হাসাবিয়ার যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ফাহাহিল যুবলীগের ভারপাপ্ত সভাপতি শাহাদাত হেসেন বিক্রমপুরি, জাহারা মহানগর যুবলীগের সভাপতি ইছমাইল হেসেন হাওলাদার, কুয়েত মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, হাসাবিয়া যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হেসেন, ফাহাহিল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সফিক টিটু, কুয়েত মহানগর যুবলীগের যুগ্ম আহ্ববায়ক তাজুল ইসলাম, হাসাবিয়া যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ নাছের, জাহারা মহানগর যুবলীগের সহ সভাপতি লিটন, জাহারা মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া সমির, জাহারা মহানগর যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ রতন প্রমুখ।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ সহ একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনা করেন।
এদিকে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সকল কর্মসূচীর সমাপ্তি ঘটে।