নিজস্ব প্রতিবেদকঃ জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার আল-আরাফাত হোটেলে বরিশাল জেলা সমাজ কল্যাণ পরিষদ কুয়েতের কার্যকরী পরিষদ ২০১৮/২০১৯ এর অভিষেক ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন মাহমুদ সেন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্ঠা মোঃ সুলতান আহমেদ আবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুসেন মোঃ আজিজ, নজরুল ইসলাম শাহিন,প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, মোল্লা জাহাঙ্গীর, মোঃ শাহ্ আলম,প্রকৌশলী শাহজান।
সংগঠনের বিগত সময়ের কর্মকাণ্ডের ওপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন, মোঃ শাহিন মৃধা, মোঃ রফিকুল ইসলাম, জলিল ফরাজি, রিয়াজুল ইসলাম,আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,মুজিবুর রহমান লাল, সেন্টু হাওলাদার, জাকির হুসেন, জাতীয় শ্রমিক লীগ কুয়েতের সভাপতি মোঃ হানিফ মিয়াসহ অনেকে।
পরে বরিশাল জেলা সমাজ কল্যাণ পরিষদ কুয়েতের কার্যকরী পরিষদ ২০১৮/২০১৯ এর ১৫৫ জন সদস্য বিশিষ্ট কমিটির আংশিক নাম ঘোষণা করেন প্রধান অতিথি মোঃ সুলতান আহমেদ আবুল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দরা।
শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।