মুহাম্মদ আব্দুর রহমান, বগুড়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ফিরোজ মো: কামরুল হাসানের জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু।
তিনি গত কয়েকদিন ধরে সান্তাহার পৌর এলাকা, নসরৎপুর বাজার, মুরইল, সাহারপুকুর বাজার এবং দুপচাঁচিয়া উপজেলা ও দুপচাঁচিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতা কর্মী,সাধারন মানুষ, বিশিষ্ট ব্যক্তি ও বিশিষ্ট নাগরিকদের সাথে সালাম এবং শুভেচ্ছা বিনিময় করেন।
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ও সান্তাহার শহর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকে আছি এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী জাগো দল থেকে আমি রাজনীতি শুরু করি। সান্তাহার পৌরসভার মেয়র থাকা কালে আমি পৌর এলাকার ব্যাপক উন্নয়ন এবং সান্তাহার পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি পৌরসভাকে উন্নিত করে থাকি।
তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম আগামীতে আবারো চাইবো। দলের ক্রান্তিকাল মূহুর্তে এবং এক
এগারেরা সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ বার্তাগুলো আমি পশ্চিম বগুড়ার নেতাকর্মীদের মাঝে পৌঁছানো এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। আশা করি দল আগামী সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়িত করবে।