মুহাম্মদ আব্দুর রহমান: একাদশ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ঈদ-উল- আযাহাকে সামনে রেখে প্রার্থীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম খাঁন রাজু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সহ সম্পাদক অজয় কুমার সরকার, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ মোঃ কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা ও বগুড়া শহর বিএনপির সাধারন সম্পাদক হামিদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি এ্যাড মোকলেছুর রহমান, জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য মো: নূরুল ইসলাম তালুকদার।
আবার কোন কোন নেতা পোস্টার, ব্যানার, ফেসবুক এবং ফেস্টুন লাগিয়ে ঈদের শভেচ্ছা বিনিময় করছেন। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের নামও শোনা যাচ্ছে। তার বড় ভাই বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত।আন্তর্জাতিক ট্রাইবুন্যাল গত ১৮ মে ২০১৭ আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে বর্তমানে পলাতক রয়েছেন। তার বাবা মুসলিম লীগ নেতা আব্দুল মজিদ তালুকদার ১৯৭১ সালে আদমদিঘী থানা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। এলাকার মানুষ তাদের পরিবারের বিরুদ্ধেও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তারা বলেন তার পরিবার মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী পাশাপাশি তদন্তও অব্যাহত আছে।
আদমদীঘি-দুপচাঁচিয়া নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার, লোকালয়, চা-দোকান, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ জায়গা এবং সান্তাহার পৌর এলাকায় এইসব ব্যক্তিবর্গদের নাম আলোচনা হচ্ছে। মনোনয়ন প্রত্যাশি নেতারা সান্তাহার পৌর ও ইউনিয়ন এলাকার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও সাধারন মানুষের পাশে দাড়াচ্ছে। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশিরা সংসদীয় আসনের বিভিন্ন এলাকা ঘুরছেন। দলের নেতাকর্মী, সাধারন মানুষ, বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই