রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। ফিটনেসবিহীন গাড়ি ধরলেই মামলা নয়, সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং জোনে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে তৃতীয় দিনের মতো এ অভিযান যাত্রাবাড়ি এলাকায় শুরু হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার পর মঙ্গলবার থেকেই ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। চলাচলের অনুপযোগী যানবাহন দীর্ঘ দিন ধরেই রাস্তায় চলাচল করছে। এ সব গাড়িগুলোর মালিকদের অনেক আগেই সতর্ক করে মামলা দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও থামেনি ফিটনেসবিহীন গাড়ি চলা। তাই এবার মামলা না দিয়ে ফিটনেসবিহীন গাড়ি সরাসরি ডাম্পিংয়ে পাঠিয়ে দিচ্ছি। জানা গেছে, বুধবার অভিযানের দ্বিতীয় দিনে বনানী পুলিশ ফাঁড়ির সামনে ৯টি বাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠায় ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি কাভার্ডভ্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।