জাকির সিকদার : দেশের সিনেমা শিল্পকে টিকিয়ে রাখেতে হলে বাংলা ছবির পাশাপাশি প্রয়োজনবোধে বিদেশি চলচ্চিত্রের আমদানি করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর হোটেল একাত্তরে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি বার্ষিক সাধারণ সভায় প্রধান
অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন। ইনু বলেন, সিনেমা শিল্প কিভাবে পুন:জীবিত করা যায় তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এ শিল্পকে টিকিয়ে রাখতে পারলে অনেক আত্মকর্মসংস্থান তৈরি হবে এবং অনেক বেকার সমস্যা সামাধান হবে। জাতি বিকাশের উন্নয়নের জন্য এ চলচ্চিত্র প্রয়োজন। বিনোদন একমাত্র লক্ষ্যে নয় ইতিহাস চর্চার মাধ্যমে চলচ্চিত্র উজ্জিবিত করাই মূল। তিনি বলেন, টিভি, এফএম এর চেয়ে চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। তবে বাংলাদেশের তুলনায় পৃথিবীতে উন্নত দেশে চলচ্চিত্র হলে বসে দেখার রীতি ক্রমান্বয়ে বেড়ে চলছে। তাছাড়া সিনেমা হল একটি মিলন কেন্দ্র। এক সাথে বসে ছবি দেখতে পাড়া এবং সবার সাথে কথা বলে ভালো বিনোদন উপভোগ করতে পারা আনন্দের ব্যাপার। সিনেমার হল সম্পর্কে তিনি বলেন, সিনেমা হলের সামনে বা ভিতরে পরিবশে ভালো থাকা প্রয়োজন। কেননা একটু মার্কেটিং এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকলে মানুষ সিনেমার প্রতি আকৃষ্ট হবে। ভালো ছবি প্রদর্শন করতে হবে তাছাড়া ভালো ছবি সিনোমাকে টিকিয়ে রাখার একটি বড় মাধ্যম। ৭৫ সালের পরে রাজনীতির কারণে অশ্লীল সিনেমার কারণে জনগণ সিনোমা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মালিকেরা বিপদের মধ্যে পড়ছে। তাই চলচ্চিত্রকে পুন:জ্জীবিত প্রয়োজন। তিনি আরো বলেন, বর্তমানে ভালো ও ডিজিটাল সিনেমা তৈরি করতে হলে আধুনিক যন্ত্রপাতি, আইনশুৃঙ্খলা, বিভিন্ন আইন-কানুন মানতে হবে। তাছাড়া আমি এফডিসিতে আধুনিক ডিজিটাল যন্ত্রপাতির এবং নতুন সাজে সজ্জিত করে চলচ্চিত্রকে শিল্পকে এগিয়ে নিচ্ছি এবং ভবিষ্যতে হল সংস্কারের ব্যবস্থা করবো।