ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির মুখে সাবেক প্রেসিডেন্টের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
বিবিসি জানিয়েছে, বুধবারের এই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থি প্রার্থী মুন জায়ে-ইন জনমত জরিপে এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস পার্টির মধ্যপন্থি প্রার্থী আহন চেওল-সো।
উত্তর কোরিয়ার সঙ্গে বিরাজমান তীব্র উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।
উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে চান জরিপে এগিয়ে থাকা প্রার্থী মুন জায়ে-ইন; ৪ মে, ২০১৭। রয়টার্স
পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই এর নীতির বিপরীতে মুন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে চান। ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পার্ক।
নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রচুর তরুণ ভোটার থাকায় প্রচুর ভোট পড়বে বলে ধারণা করছে পর্যবেক্ষকরা।
সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল জানিয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১২ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে পার্কের কাছে পরাজিত হয়েছিলেন এবারের ফেভারিট প্রার্থী মুন।