বিশেষ প্রতিনিধিঃ ১৭ই এপ্রিল বুধবার স্থানীয় সময় রাত ৯টায় কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার হাইল্যান্ড হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী কবি পর্ষদ কুয়েতের মুখপত্র সমান্তরাল এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি কবি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ইমরান সিকদারের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক শরিফ উদ্দিন, কবি হুমায়ুন কবির, কবি সৈয়দ মুজাহিদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ.হ জুবেদ ও সম্পাদক আ.ক.ম. আজাদ।
বক্তব্য রাখেন, মিল্টন পালমা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, কবি এম এম মিঠু, সাংবাদিক সেলিম হাওলাদার, সাংবাদিক আনোয়ার হুসেনসহ অনেকে।
প্রবাসী কবি পর্ষদ কুয়েতের সভাপতি কবি আব্দুর রহিম, ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সুশীল সমাজের সকলকে অনুষ্ঠানে যোগদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতেও সহযোগিতার এই ধারাবাহিকতা কামনা করেন।