অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) পাওয়া যাচ্ছে ইতালি প্রবাসী কবি ও সাংবাদিক তুহিন মাহামুদের প্রথম কাব্যগ্রন্থ “অতৃপ্ত বাসনা”। প্রিয় বাংলা প্রকাশনীর ২২৩-২২৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
সাহিত্যের আদিম শাখা কবিতা। কবিতা থাকবে পৃথিবী ধ্বংসের পূর্বমুহূর্ত পর্যন্ত। অতৃপ্ত বাসনায় কবি দেশপ্রেম ও মনুষ্যত্ববোধের জায়গায় এক ধরনের বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটিয়েছেন।
বইটি জুড়ে রয়েছে প্রেম-বিরহ,পাওয়া-না পাওয়া,দুঃখ-বেদনা,তৃপ্তি-অতৃপ্ত,সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন স্বাদ, গন্ধ,বর্ণের সমাহার, মানবতা বোধ,রাজনৈতিক প্রেক্ষাপট এমনকি বিদ্রোহী ভাব ফুটে উঠেছে কবিতার প্রতিটি চরণে।
ইতালি প্রবাসী তুহিন মাহামুদের প্রথম কাব্যগ্রন্থ “অতৃপ্ত বাসনা” পাঠক মহলে সমাদৃত হোক, এমনটাই প্রত্যাশা করছেন বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশীরা।