বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সন্তানদের জন্য প্রবাসী কল্যাণ শিক্ষাবৃত্তি দিতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই শিক্ষাবৃত্তি পরিচালনা করবে।
বোর্ডের পরিচালক নুরুন আখতার জানান, চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা যাবে। আবেদনপত্র ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা বর্তমানে পিইসি পাস করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছেন, যারা জেএসসি বা জেডিসি পাস করে নবম শ্রেণিতে ভর্তি হয়েছেন এবং ২০১৯ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরত, তাদের শিক্ষা বৃত্তি দেবে সরকার।
এছাড়া প্রবাসে বৈধভাবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মীর সন্তানরাও আবেদন করতে পারবেন। আবেদনপত্রে শিক্ষার্থীর মায়ের অনুপস্থিতিতে বাবার ব্যবহৃত সঠিক মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে।
সূত্র, বাংলাটিভি