ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। প্রধানমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা থেকে আন্দ্রেয়া লিডসমের সরে দাঁড়ানোর পর থেরেসা মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ দলের প্রধান হিসেবে নির্বাচিত হলেন।
দলের প্রধান হিসেবে থেরেসা মে নির্বাচিত হবার পরই আকস্মিকভাবে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন। আগামী বুধবার প্রাইমিনিস্টার কোয়েশ্চেন টাইমের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন থেরেসা।
হাউজ অব কমন্সে শেষ বারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার পর প্রথা অনুযায়ী বার্কিংহ্যাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরন তার পদত্যাগপত্র প্রদান করার পরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন থেরেসা।
কনজারভেটিভ দলের প্রধান হিসবে নির্বাচিত হবার পর নিজেকে অত্যন্ত সম্মানিত বলে মনে করছেন থেরেসা। দলীয় প্রধান হিসেবে দেওয়া তার বক্তৃতায় থেরেসা বিগত দিনগুলোতে ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার জন্য ডেভিড ক্যামেরনের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু করা এবং অর্থনীতিতে গতি সঞ্চার করা।
প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়নোর কারণ হিসেবে আন্দ্রেয়া লিডসম বলেন, দেশের বৃহত্তর স্বার্থে লিডারশিপ ক্যাম্পেইনকে ঘিরে আগামী ৯ সপ্তাহ তিনি ব্রিটেনবাসীকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চান না। ব্যবসায়ী কমিউনিটিকে আশ্বস্ত করতে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। লিডসম মনে করেন থেরেসা মে একজন শক্তিশালী প্রার্থী। দলে ও সদস্যদের মধ্যে তার যথেষ্ট সমর্থন রয়েছে। থেরেসা ৬০ শতাংশ এমপির সমর্থন নিয়ে দলের প্রধান পদের জন্য নির্বাচিত হয়েছেন। তাই তিনিই প্রধানমন্ত্রীর জন্য অধিকতর যোগ্য।