আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঠান্ডায় নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরইমধ্যে ওই এলাকার গত দুইদিনে শৈত্যপ্রবাহে মারা গেছেন নয় জন। শনিবার গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচণ্ড ঠান্ডায় জমে সাপতারি জেলায় ছয় জন ও রাউতাহাট জেলায় তিন জন মারা গেছে। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।
এছাড়া গজেন্দ্রনারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, ‘অসহনীয় ঠান্ডার কারণেই এদের মৃত্যু হয়েছে।’
সূত্র: সিনহুয়া