খেলাধুলা ডেস্ক: নিজেদের মাঠে তাই শেষ পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আন্তোনিও কোন্তের দল। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৩৬তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় চেলসি। ভিক্টর মোজেজের কর্নার থেকে উড়ে আসা বল বেশ কয়েকজনের মাথা ঘুরে পেয়ে যান সেসার আসপিলিকুয়েতা। আলতো টোকায় সুযোগটি কাজে লাগান স্পেনের এই ডিফেন্ডার।
৭৩তম মিনিটে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। মার্কো আরনাউতোভিচের কাটব্যাক থেকে পাওয়া বল ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড হাভিয়ের এরনান্দেস। বাকিটা সময় চেলসিকে আটকে রেখে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ৩৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে চতুর্দশ স্থানে।