গাড়ির চাপে রাস্তায় বের হওয়া দায় হয়েছে সাধারণ মানুষের। সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিজস্ব উড়ান যান। সব দিক খতিয়ে দেখে আগামী ২৮-৩০ জুলাই এক কনভেনশনের ডাক দিয়েছে নাসা। এই কনভেনশনে বিশেষ আলোচ্য বিষয় ড্রোন ও তার ব্যবহার। নাসার ধারণা, ট্রাফিকিংয়ের কাজে ব্যবহার করা যাবে ড্রোনকে। ড্রোন ব্যবহার করে একদিকে যেমন ট্রাফিক সমস্যা মেটানো যাবে সেই সাথে লাগাম টানা যাবে ব্যক্তিগত উড়ান সমস্যায়। কনভেনশনে সবার সামনেই ড্রোনের বিশেষ ব্যবহার পরীক্ষা করে দেখানো হবে। সেই সাথে বিজ্ঞানীদের এক বিশেষ দল বক্তব্য রাখবেন সেখানে।